দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটী অঞ্চলের বানীয়াকুড়ী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম সমিতির ৪৯ তম বর্ষের তিনদিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের আজ শেষ দিন। ১০ই মার্চ সোমবার থেকে তিনদিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের শুভারম্ভ হয়। আজ বার্ষিক মহামিলন উৎসবের শেষ দিনে সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে। উৎসবে ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে। আজ সকালে ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অভিষেক বারি আনয়ন করা হয়। এরপর বাবার বাল্যভোগ বিতরণ করা হয়। বাবার পাদুকা অভিষেকের পর দুপুরে বাবার চন্ডীপাঠ ও মহাপুজো পরে বিশ্বশান্তি বৈদিক যজ্ঞ অন্তে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বানীয়াকুড়ী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম সমিতির পক্ষ থেকে দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এরপর মন্দির প্রাঙ্গনে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বার্ষিক মহামিলন উৎসবের শেষ দিনে সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে।

Leave a Reply