মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ৩৫৯ জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা :—- হাই কোর্টের রায়ে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা পেলেন মালদার ৩৫৯ জন প্রাথমিক শিক্ষক। মঙ্গলবার ৩৫৯ জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা প্রদান করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মণ। উল্লেখ্য, ‘যে, ৩৫৯জন প্রাথমিক শিক্ষক মঙ্গলবার ‘এ’ ক্যাটাগরির মর্যাদা পান তারা ২০২১ সালে চাকুরিতে যোগদান করেন। এই শিক্ষকদের বিএড থাকলেও, ছিলনা ডিএলএড। তাই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ওই সমস্ত শিক্ষকদের ‘বি’ ক্যাটাগরির মর্যাদা দেওয়া হয়। যার বিরুদ্ধে ওই সমস্ত শিক্ষকরা কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি হাইকোর্ট মামলাকারী শিক্ষকদের পক্ষ থেকে রায় দেয় এবং বিএড করা সমস্ত প্রাথমিক শিক্ষকদের দ্রুত ‘এ’ ক্যাটাগরির মর্যাদা প্রদানের নির্দেশ দেয় বলে জানা গেছে। সেই রায়ের ভিত্তিতেই মঙ্গলবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ৩৫৯ জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *