বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা রঙের আবিরের পরশে বিবিধের মাঝে ঐক্যের বার্তা “প্রজ্ঞা ডান্স একাডেমী” – র।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা রঙের আবিরের পরশে বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটের শিশু উদ্যানে (বড় পার্ক) “প্রজ্ঞা ডান্স একাডেমী” – র কর্ণধার সুচেতনা ব্যানার্জীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিক্ষার্থীদের নিয়ে “ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন…” – অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কার কর্ণধার সুচেতনা ব্যানার্জী স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। সংস্কার শিক্ষার্থীরা অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি সংস্কার কর্ণধার সুচেতনা ব্যানার্জী নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন ঝন্টু হালদার ও অর্পিতা মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *