নাজিরপুরের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা, একটি টোটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশী, বিদেশী প্রায় ১৩৬ বোতল মদ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- হোলি উৎসব মধ্যে অবৈধ দেশী, বিদেশী মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারে নেতৃত্বে থানার এ এস আই পীযূষ মন্ডল ও পুলিশ কর্মীরা নাজিরপুরের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেন । পুলিশ কর্মীরা সেখানে একটি টোটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশী, বিদেশী প্রায় ১৩৬ বোতল মদ।
ঘটনার মনোজ মণ্ডল ও কল্পনা সাহা কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসবে অবৈধভাবে মত মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃত দুই ব্যক্তির।
শুক্রবার ধৃত ২ ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে বাকি ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবে মানিকচক থানার পুলিশ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *