দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বছরের দোল পূর্ণিমা।সেই উপলক্ষে বালুরঘাট বিধানসভার বিধায়ক মাননীয় সেই অশোক লাহিড় সকাল হতেই বেরিয়ে পড়েন বালুরঘাটের ভারত সেবাশ্রম আশ্রমে। সেখানে গিয়ে তিনি প্রণবানন্দ মহারাজ কে শ্রদ্ধা জানিয়ে সেখানে আবাসিক দের সাথে হোলি খেলেন। এবং কাদের হাত থেকে আবির নেন। সাথে তিনি জানান আজ সারাদিন তিনি ভারত সেবাশ্রম সংঘে সময় কাটান আবাসিক ছেলেদের সাথে।
প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানিয়ে সেখানে আবাসিক দের সাথে হোলি খেলেন অশোক লাহিড়।

Leave a Reply