মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- রঙের উৎসব হোলির প্রাক্কালে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ‘দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম আলবাস রায়। বয়স ২৩ বছর। বাড়ি পুখুরিয়া থানার নাদাপ পাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে সে মানিকচকের নুরপুর অঞ্চলের তিওড় পাড়া এলাকায় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরঘুরি করছিল। বিশেষ সূত্রে মানিকচক থানার পুলিশ এই খবর পেয়ে নুরপুর তিওড়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার হেপাজত থেকে উদ্ধার করে বেআইনি আগ্নেয়াস্ত্রটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত দুষ্কৃতী এলাকায় কোন দুষ্কৃতীমূলক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তব রূপ দেওয়ার আগেই সে পুলিশের জালে ধরা পড়ে। শুক্রবার ধৃতকে পুলিশের তরফে পেশ করা হয় মালদা জেলা আদালতে।
বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ‘দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার মানিকচক থানার পুলিশ।

Leave a Reply