পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেনান এলাকার রূপনারায়ন নদীর পাড়ে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি তুলে প্রতিবাদ মিছিল করল গ্ৰামবাসীবৃন্দ, শনিবার বিকেলে এই প্রতিবাদ মিছিল গোটা এলাকা পরিক্রমা করে, এই মিছিলে এই দিন কয়েক শো প্রাণী ও মানুষ জন পা মিলিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এলাকায় রয়েছে একটি দুর্গ মণ্ডপ তার পাশে দাহ করার জন্য রয়েছে মহাশ্মশান, পাশাপাশি ঝড় বৃষ্টির সময় নদী পারাপারের জন্য এবং মাছ ধরার ক্ষেত্রে যেসব নৌকো গুলি ব্যবহার করা হয় তা ওই নদীর তীরে রাখা হয়, অভিযোগ বেশ কিছু দিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধ ভাবে নির্মাণের কাজ শুরু করেছে, এতেই রুখে দাঁড়ালো স্থানীয়রা, এদিন প্রতিবাদ মিছিলের পাশাপাশি কোলাঘাট থানায় স্মারক লিপি প্রদান করা হয় স্থানীয়দের উদ্যোগে, স্থানীয়দের বক্তব্য আগামী দিনে এই অবৈধ নির্মাণ চালিয়ে গেলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন গ্ৰামবাসীবৃন্দ।
রূপনারায়ন নদীর পাড়ে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি তুলে প্রতিবাদ মিছিল।।

Leave a Reply