নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা। তারপর কেটে গেছে প্রায় ৩ বছর। তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা। যার কারণে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা। অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান।
জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিডোবা এলাকায় গ্রামবাসীদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা। গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয়ন জলিতে। যার কারণে বিপদজনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি। এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের। বহুবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এমতো অবস্থায় যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন।
যদিও বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মন্ডল।
Leave a Reply