শ্রমিকরা তাদের অধিকার ও বকেয়া সুবিধা পাওয়ার দাবিতে কাইলাশপুর চা বাগানের প্রধানকে স্মারকলিপি প্রদান করল।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: কাইলাশপুর চা বাগানের শ্রমিকরা তাদের অধিকার ও বকেয়া সুবিধা পাওয়ার দাবিতে প্রধানক স্মারকলিপি প্রদান করেছেন। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া এই স্মারকলিপিতে শ্রমিকদের ন্যায্য সুযোগ-সুবিধা এবং অনাদায়ী অর্থ দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে।

শ্রমিকদের প্রধান দাবি:

স্মারকলিপিতে মোট ১৩টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে ভবিষ্যৎ তহবিল (PF) জমা, গ্র্যাচুইটি ফান্ড প্রদান, বকেয়া বেতন পরিশোধ, হাসপাতালের সুবিধা, শ্রমিক কোয়ার্টারের সংস্কার এবং স্কুল বাস পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। শ্রমিকদের অভিযোগ, তাদের PF গত দুই বছর ধরে বেতনের সঙ্গে কেটে রাখা হলেও, সেটি জমা দেওয়া হয়নি। তাছাড়া, অবসরপ্রাপ্ত শ্রমিকদেরও তাদের গ্র্যাচুইটির টাকা দেওয়া হয়নি।

শ্রমিকদের আরও দাবি, স্থায়ী ও অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হোক, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় কাজে না নেওয়া হোক এবং শ্রমিকদের সন্তানদের জন্য স্কুল বাস পরিষেবা চালু করা হোক।

৩০শে মার্চের মধ্যে দাবি না মানলে আন্দোলন

ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ৩০শে মার্চ ২০২৫-এর মধ্যে যদি তাদের দাবি পূরণ না করা হয়, তাহলে ২রা মে ২০২৫ থেকে প্রতিদিন সকাল ৭:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত গেট মিটিং ও প্রতিবাদ আন্দোলন করা হবে।

প্রশাসনের প্রতিক্রিয়ার অপেক্ষা

এখনও পর্যন্ত চা বাগান কর্তৃপক্ষের তরফ থেকে এই স্মারকলিপির বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। শ্রমিকদের বক্তব্য, যদি দ্রুত তাদের দাবি পূরণ না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *