পূর্ব বর্ধম্যান, নিজস্ব সংবাদদাতা:- হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যুর পর মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার মৃতদেহ পাঠানো হলো কালনা মহকুমা হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, সিসিটিভি ফুটেছে যা ছবি দেখা গেছে সেই ছবি আমার ছেলের নয়,শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবী করলেন মৃতের বাবা। ঘটনার পর থেকেই এদিন শুক্রবার সকাল থেকেই ওই হোমে শুনশান চেহারা। যদিও হোম কর্তৃপক্ষের দাবি খেলার করার দোতলার ক্যান্টি লিভার থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম তন্ময় দাস, ওই হোমের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। কালনা শহরের লালবাগান এলাকায় তার বাড়ি। ২০২২ সাল থেকে ওই হোমই পড়াশোনা করত ওই ছাত্র। তবে কড়া নিরাপত্তার মধ্যে হোমের মধ্যে ছাত্রের কিভাবে মৃত্যু ঘটলো শুরু হয়েছে চাঞ্চল্য। আজ শুক্রবার ওই হোমে তদন্তে যান কালনা থানার IC,SDPO। পরিদর্শনের যান বিধায়ক দেবপ্রসাদ বাগও। পরবর্তী সময়ে এদিন দুপুর দুটো নাগাদ সেখানে যান মাস এডুকেশনের ডিরেক্টর উপালি রায় সহ দুই সদস্যের প্রতিনিধি দল। তারাও পুরো বিষয়টি তদন্ত করে যান শুক্রবার।
হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘিরে চাঞ্চল্য।

Leave a Reply