পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মানুষ সভ্যতার শীর্ষ শিখরে উঠলেও কুসংস্কার এখনো মাথা উঁচু করে রয়েছে সমাজের বুকে আষঠে পিষ্ঠে । তারই এক ঘটনা উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সারগা গ্রামে, গতকাল হঠাৎ শনিবার বছর পাঁচে ক এক শিশুকে তান্ত্রিক মতে সিঁদুর মাখিয়ে বলী দিতে যায় বলে জানান ওই শিশুর পিতা বিভাস দাস ও মা পল্লবী দাস, কোনো মতে শিশুটিকে লুকিয়ে রেখে ছিলেন তান্ত্রিক উদ্ধার করেছেন প্রতিবেশীদের সহায়তায় । এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সাথে সাথে উক্ত গ্রামে ছুটে যায় স্থানীয় এলাকার চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানকর্মীরা । দশ জনের টীম গিয়ে এলাকার সকলের সাথে কথা বলেন উক্ত ছাত্র টিকে কোলে তুলে নেন চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মী বিশ্বনাথ ধাড়া,এছাড়া বিজ্ঞান কেন্দ্রের সভাপতি চিন্ময় ঘোষ,অমর ঘোষ, দেবব্রত রানা,শঙ্কর প্রসাদ অধিকারী বিপ্রো ও অন্যান্য বিজ্ঞান কর্মীরা সকলেই গ্রামের মানুষের সাথে কথা বলেন । বিজ্ঞান সচেতনতার বার্তা দেন সকলকে।
চন্দ্রকোনারোডের সারগা গ্রামে তান্ত্রিকের কুকান্ডের পর গ্রামের মানুষকে সচেতন করতে বিজ্ঞান কর্মীরা।।












Leave a Reply