নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট শহরের বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এক সাইকেল আরোহীর। বালুরঘাট বাসস্ট্যান্ডে সিগন্যাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। কিন্তু ওই সময় দেখা মেলেনি কোন সিভিক বা ট্রাফিকের। যার প্রতিবাদ করে ওই সাইকেল আরোহী ব্যক্তি। অভিযোগ এরপরেই সিভিক এসে তাকে ধমক দেয়। সাইকেল আরোহীর উদ্দেশ্যে এক সিভিক ভলেন্টিয়ার বলেন, রাস্তায় চললে দুর্ঘটনায় ঘটতেই পারে। এমন অসংলগ্ন কথাবার্তা বলায় ওই সাইকেল আরোহী পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে যান। সেই সময় একসিভিক ভলেন্টিয়ার ধাক্কা মেরে মোবাইলটি রাস্তায় ফেলে দেন। এরপর ওই মোবাইল আটক করে দিয়ে যায়। মোবাইল চেয়েও না পাওয়ায় অবশেষে বালুরঘাট থানার ব্যবস্থা হয়েছেন ওই সাইকেল আরোহী ব্যক্তির। ওই সাইকেল আরোহী ব্যক্তি পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। ওই ব্যক্তির অভিযোগ, রাস্তাতে ওই ব্যক্তির সাইকেলে কোন ধাকা মারলেও দেখার কেউ ছিল না। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করতেই এক সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে আসেন। তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হতেই তার মোবাইলটি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ওই ব্যক্তির দাবি, আইনগত পদ্ধতিতেই তার মোবাইলটি ফেরত দিয়ে ভলেন্টিয়ার এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বা ট্রাফিক অফিস এই অভিযোগ অস্বীকার করেছেন।
বালুরঘাট শহরের বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এক সাইকেল আরোহীর।












Leave a Reply