নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : রবিবার কালচিনি বীণাপানি ক্লাব ময়দানে এই উপলক্ষে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষরা উপস্থিত ছিলেন। এদিন রীতি মেনে প্রথমে প্রকৃতি পুজো করা হয়। করম গাছ, শাল গাছ পুজো হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উত্তরবঙ্গ লোহারা সমাজের সম্পাদক ওমদাস লোহার জানান, আমাদের সংস্কৃতি রীতি মেনে প্রাকৃতি পুজো হয় প্রথমে পরবর্তীতে বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের দিনটি পালন করি।
রবিবার কালচিনি বীণাপানি ক্লাব ময়দানে এই উপলক্ষে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয়।












Leave a Reply