নিজস্ব সংবাদদাতা, মালদা:- “মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলের চন্ডিপুর নওদা বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টর আয়োজনে নওদা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষ সুশৃংখলভাবে নামাজের আয়োজন করা হয়। নামাজে উপস্থিত ইমামদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন সোসাইটির কর্তারা। তার পাশাপাশি উপস্থিত সকলকে ও পথ চলতি সকল ধর্মের মানুষদের মিষ্টি মুখ কড়িয়ে সংবর্ধনা দেন। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনাই এখানে আলাদাভাবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির ঈদ পালন করেন। খুশির ঈদে উপস্থিত ছিলেন তুতেপাড়া সোসাইটির সভাপতি তাহের মহালদার, সম্পাদক মোজাহার মহালদার, কোষাধ্যক্ষ মিম্মাসাদ মহালদার সহ সোসাইটির অন্যান্য সদস্য সহ বিশেষ অতিথি জেলা যুবনেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ অন্যান্য অতিথিবর্গ। ঈদগাহ মাঠে নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজে ছোট থেকে বড় উপস্থিত ছিলেন সকলেই। নামাজের পর একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার বার্তা দেন।
ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলের চন্ডিপুর নওদা বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টর আয়োজনে নওদা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষ সুশৃংখলভাবে নামাজের আয়োজন করা হয়।

Leave a Reply