বেলঘড়িয়া, নিজস্ব সংবাদদাতা:- বেলঘড়িয়ায় দুষ্কৃতীদের হামলায় নিহত রেহান খান নামে তৃণমূল কর্মী। সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে সামনেই সাদা জামা পড়ে মুখে হাত দেয়া রেহান খান এবং তার পেছনেই তার বন্ধু-বান্ধব এবং সঙ্গীরা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে এই রেহান খান তৃণমূল কর্মী যেরকম ছিল পাশাপাশি প্রোমোটিং থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের এর কাজের সাথে যোগ ছিল। বেশ কিছুদিন ধরে তার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বেশ কিছু ব্যক্তির সাথে বচোশা চলছিল। পাশাপাশি দেখা যায় ঋজু এবং বাবলু নামে তার বন্ধুরা তার গুলি লাগার পরের সময় সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে যে তারা পালিয়ে যাচ্ছে তাকে ছেড়ে। এবং এই ঘটনার পর থেকে তারা পলাতক। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারা এর পেছনে যুক্ত এবং টাকা পয়সা নিয়ে বসার জন্য কি এই ঘটনা? সেটাই জানার চেষ্টা করছে তদন্ত করে পুলিশ এবং সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দুষ্কৃতীদের হামলায় নিহত এক তৃণমূল কর্মী, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply