তপন, নিজস্ব সংবাদদাতা :- ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মুদি,স্টেশনারি সহ মোট ৪টি দোকান। শর্ট-সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের অন্যান্য দোকানপাট। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার হাটখোলা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, নয়াবাজার হাটখোলায় রয়েছে মাধব সরকারের ষ্টেশনারী দোকান।প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মাধব বাবু। বুধবার ভোর রাতে স্থানীয়রা আচমকাই তার দোকানে আগুন দেখতে পান। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মুদির দোকান সহ ফলের গোডাউনে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৪টি দোকান। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের।
স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অনুমান শর্ট-সার্কিটের জেরে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply