আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:– তৃণমূল চা বাগান শ্রমিক সংঘ (TCBSU)-এর নবনির্বাচিত ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তালিকা আনন্দপুর চা বাগান ব্যবস্থাপনাকে হস্তান্তর করা হয়েছে এবং শ্রমিক সংঘ ব্যবস্থাপনাকে ইউনিট কমিটিকে স্বীকৃতি দেওয়ার এবং ইউনিয়ন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
TCBSU-র মাল ব্লক সংযোজক অর্জুন ক্ষেত্রীর জারি করা সরকারি চিঠি অনুসারে, এই কমিটি সংঘের নির্দেশিকা ও সদস্যদের সর্বসম্মতিতে গঠিত হয়েছে। আনন্দপুর চা বাগান নবগঠিত ইউনিট কমিটিতে বাবলু ওরাঁওকে সভাপতি (প্রেসিডেন্ট) এবং সঞ্জীব ঝাকে সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নিয়োগ করা হয়েছে।
সংঘের পক্ষ থেকে এই চিঠি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ALC মাল, মাল পুলিশ স্টেশন এবং বিন্নাগুড়ি DBITA-র সচিবকেও পাঠানো হয়েছে।
এই উপলক্ষে অনেক প্রবীণ নেতা ও পদাধিকারী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী বুলু চিক বড়াইক, TCBSU কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক চিক বড়াইক, TCBSU মাল ক্রান্তি ব্লকের সাধারণ সম্পাদক অর্জুন ক্ষেত্রী, TCBSU মাল ক্রান্তি ট্রেড ইউনিয়নের সভাপতি পূরণ লোহার, মাল ব্লক INTTUC সভাপতি এবং মাল ক্রান্তি ব্লক TCBSU সদস্য সুনীল ওরাঁও, ক্রান্তি ব্লক INTTUC সভাপতি এবং TCBSU সদস্য পরিশ্রম চিক বড়াইক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
শ্রমিক সংঘ ব্যবস্থাপনাকে অনুরোধ জানিয়েছে যে, তারা যেন এই নবগঠিত কমিটিকে স্বীকৃতি প্রদান করে এবং চা বাগানের শ্রমিকদের স্বার্থে সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করে।
Leave a Reply