কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন সংগঠনে একত্রিত হয়ে আজ কলকাতা চলো অভিজান কর্মসূচি গ্রহণ করা হয় যাহার স্থান হয় টিপু সুলতান মসজিদের সামনে দিয়ে মিছিল করে তারা আমেরিকান দূতাবাস অব্দি যায় সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়
ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইজরায়েলের নিঃসংশয় হামলা চালিয়ে যাচ্ছে ছোট ছোট শিশু ও মহিলা প্রাণ হারাচ্ছে আমেরিকা ইসরাইলকে সমর্থন করছে তারই প্রতিবাদে আজকের এই মহা মিছিল কর্মসূচি। সেই সাথে মোদি সরকার দ্বারা ওয়াকাব্ব বিল পাস করা হয়েছে এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকার কে। মুসলমান সম্প্রদায়ের মানুষের ওপরে এই মোদি সরকারের দারা করা বর্বরতা আর চলবে না। জাতির নামে বিভাজন চলবে না । তার ওই প্রতিবাদে আজ এই মহা মিছিল।
Leave a Reply