আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বালি ভর্তি ট্রাক পাকা ব্রিজে উঠতেই হুড়মুড়িয়ে গেলো পাকা ব্রিজ।ঘটনাটি আজ দুপুর নাগাদ ঘটে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শলকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদাইটারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 35 বছর আগে বাম জামানায় তৈরি হওয়া উদ্দা নদীর পাকা সেতুটি কয়েক বছর ধরেই দুর্বল হয়ে গিয়েছিল।কয়েক বার প্রশাসনের দরবার করেও কোনো সমাধান হয়নি।এলাকার বাসিন্দাদের অভিযোগ ব্রিজের লোহার পিলারের সঙ্গে জলের নিচে মাটির কোনো সংযোগ ছিলনা।কার্যত শূন্যে ঝুলেছিল ব্রিজটি। এই সেতুর উপর দিয়েই ঝুঁকিপূর্ণ ভাবে বড় লরি থেকে ট্রাক্টর টোটো সমস্ত যানবাহন চলাচল করত।প্রশাসনের তরফে দুর্বল সেতু বলে কোনো সাইন বোর্ডও লাগানো হয়নি।তাই বেপরোয়া ভাবে বড় গাড়ি চলাচল করত।আজ বালি ভর্তি ট্রাক ব্রিজে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি।যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই বিষয়ে ফালাকাটার বিডিও অনিক রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন শুনেছি একটা ব্রিজ দুর্ঘটনায় ভেঙে পড়েছে, বিষয়টি জেলা শাসকে জানানো হয়েছে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
ঝুঁকিপূর্ণ ভাবে বড় লরি থেকে ট্রাক্টর টোটো সমস্ত যানবাহন চলাচল করত, প্রশাসনের তরফে দুর্বল সেতু বলে কোনো সাইন বোর্ডও লাগানো হয়নি, আজ ঘটল ভয়ংকর দুর্ঘটনা।

Leave a Reply