বিদ্যালয়ের ৬২ জন শিক্ষিকার মধ্যে ২১ জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

মুর্শিদাবাদ- ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা :– সুপ্রিম কোর্টের এক আকস্মিক রায়ের ফলে ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ২১ জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি। বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলে নেমে আসে চরম হতাশা ও শোকের ছায়া।

বিদ্যালয়ের ৬২ জন শিক্ষিকার মধ্যে ২১ জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, “আগামীকাল থেকেই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। প্রায় চার হাজার ছাত্রী অধ্যয়নরত এই স্কুল চালানো এখন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

শিক্ষিকাদের হতাশা ও বিক্ষোভ চাকরি হারানো শিক্ষিকারা চোখের জল ফেলতে ফেলতে জানান, তারা কখনোই কোনো অন্যায় বা দুর্নীতির মাধ্যমে এই চাকরি পাননি। বরং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো। কিন্তু তাদের নিরপরাধ হয়েও চাকরি হারাতে হলো, যা চরম অন্যায় বলে তারা মনে করছেন।

স্কুলের সামনে চাকরি হারানো শিক্ষিকারা রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিভাবকদেরও প্রশ্ন, এই সংকটের সমাধান না হলে তাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে?

বিদ্যালয়ের কার্যক্রমে অনিশ্চয়তা বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন, “স্কুলের এত বড় সংখ্যক শিক্ষিকা চলে গেলে শিক্ষার মান ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। যদি দ্রুত সমাধান না আসে, তাহলে স্কুল চালানো অসম্ভব হয়ে উঠবে।”

এই রায়ের বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষিকারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা চাইছেন, ন্যায়বিচার পেতে আরও একবার লড়াই করতে।

সঙ্গে দুপুর একটা নাগাদ ওই স্কুলের চাকরি চলে যাওয়া শিক্ষিকারা ও প্রধান শিক্ষিকা পুরো বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। বিদ্যালয়ের এই সংকটময় পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তরের কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *