মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- পুরাণ মতে, রাজা সুরথ প্রচলন করেছিলেন দেবী বাসন্তীর আরাধনা। আশ্বীন মাসে শারদীয়া দুর্গা পুজার আগে থেকে বাসন্তী দেবীর পুজা, প্রথম দুর্গা পুজা হিসেব বিবেচিত । সেন যুগে বাসন্তী পুজোর সূচনা হয়েছিল, পুজোর নিয়মরীতি দুর্গা পুজার মতোই। দুই ক্ষেত্রেই পুজো করা হয় দুর্গা শক্তিকেই ।।রামের জন্ম তিথি এবং পুজোর নবমী তিথি পরস্পরের সাথে যুক্ত থাকায় এটি রাম নবমী হিসেবে পরিচিত।
মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদ ভারতসেবা আশ্রম সংঘে বাসন্তী বেবীর আরাধনা হয় পাঁচ দিন ধরে। ভারত সেবা আশ্রম সংঘের এবারের পুজো ৫৫ বছরে পদার্পণ করলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান । আজ ষষ্ঠির দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অরঙ্গাবাদে শুরু হলো এক আনন্দময় অনুষ্ঠান। মিছিল শুরু হয় অরঙ্গাবাদ ভারতসেবা আশ্রম সংঘ থেকে। পরে ব্যাংডুবি হয়ে অরঙ্গাবাদ শহরের প্রাণ কেন্দ্র নেতাজী মোড় হয়ে বাজার পরিক্রমা করে এই শোভাযাত্রা। আজ সন্ধায় বাসন্তী দেবীর ষষ্ঠী পুজো করা হবে এবং এর সাথে সাথে চলবে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি বাসন্তী পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। দূর দূর থেকে ভক্তেরা আসে দেবী বাসন্তীর পুজো দেখতে । সাক্ষী থাকেন একাধিক আনন্দময় অনুষ্ঠানের।
Leave a Reply