মূল্যবৃদ্ধি সহ একাধীক দাবীতে শিলিগুড়িতে আইন অমান্য গণ আন্দোলনে সামিল হল দার্জিলিং জেলা এসইউসিআই।

দার্জিলিং, নিজস্ব সংবাদদাতা:- সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ এসএসসি মামলায় ২৬ হাজার চাকরী বাতিল, অভয়ার দোষীদের শাস্তি ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধীক দাবীতে শিলিগুড়িতে আইন অমান্য গণ আন্দোলনে সামিল হল দার্জিলিং জেলা এসইউসিআই। এদিন শিলিগুড়ি এয়ার ভিউ মোড় থেকে মিছিল করে এসইউসিআই, এরপর সেই মিছিল হাসমি চকে এসে পৌঁছালে সেখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা, যার জেরে যানজটের সৃষ্টি হয় রাস্তায়, পুলিশের অনুরোধে অবরোধকারীরা সেখান থেকে না সরলে পরবর্তীতে এসইউসিআই এর একাধিক সদস্যদের আটক করে নিয়ে যায় পুলিশ, এরপর বিক্ষোভকারীরা পথঅবরোধ থেকে সরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *