নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফশিরাপ সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল মাদারিহাট থানার পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে পুলিশ মাদারিহাট রাঙ্গালিবাজলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় তার বাড়ি থেকে ৮৬৪ টি বোতল নিষিদ্ধ কফশিরাপ উদ্ধার হয়। একজন কে পুলিশ গ্ৰেফতার করে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে এই ঘটনায় আরো কয়েকজন যুক্ত আছে তাদের ও গ্ৰেফতার করা হবে।
৮৬৪ টি বোতল নিষিদ্ধ কফশিরাপ উদ্ধার, একজন কে পুলিশ গ্ৰেফতার করে।

Leave a Reply