নিজস্ব সংবাদদাতা, দেবাশীষ পাল,মালদাঃ—-২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল বাতিলের প্রভাব গোটা রাজ্যে বাদ পরেনি মালদা জেলাও তার মধ্যে উঠে এলো পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের নাম। এই বিদ্যালয়ে মোট ৩৯ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী শুক্রবার থেকে আর বিদ্যালয়ে আসছেন না। স্বাভাবিকভাবেই ছাত্র ছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়েছে বিদ্যালয় কতৃপক্ষ। ছাত্র ছাত্রীরা ক্যামেরার সামনে না আসলেও অনেকেই জানিয়েছে, কীভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না। যে শিক্ষক শিক্ষিকারা আসছেন না তাঁরা সকলেই আমাদের খুব ভালো পড়াতেন। অভিভাবকদের অনেকেই জানান, ২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যালয়ের পঠন পাঠনে। কতদিনে এই সমস্যার সমাধান হবে জানা নেই। এভাবে চললে শিক্ষা ব্যবস্থাটা’ই ভেঙ্গে পড়বে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন, শিক্ষক শিক্ষিকা অভাবে ছাত্র ছাত্রীদের ক্লাস নিয়ে হিমশিম অবস্থা।আমি নিজেও ক্লাস নিচ্ছি। কদিন বাদেই পরীক্ষা ব্যবস্থা কীভাবে সম্পন্ন হবে তা নিয়েও দুশ্চিন্তায় আছি।
২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রভাব পড়েছে পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ে।

Leave a Reply