উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আপনারা সকলেই অবগত আছেন যে ৩ এপ্রিল গতকালকে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের যে গণ আইন অমান্য কর্মসূচি ছিল এবং শান্তিপূর্ণভাবে আইন অমান্য শেষ হয় রায়গঞ্জ ঘড়ি মোড়ে। কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন এস.ইউ.সি.আই (কমিউনিস্ট )দলের রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক কমরেড গোপাল দেবনাথকে রাত দশটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে । জেলার নেতা কর্মীদের উপর জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা দায়ের করে পুলিশ।
তারই প্রতিবাদে আজ উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় । আজ ইসলামপুরে পুরাতন বাস স্ট্যান্ডে ও বাস টার্মিনাসে প্রতিবাদ দিবস পালিত হয় তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে।
উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক।।

Leave a Reply