নিজস্ব সংবাদদাতা, মালদা–মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে হয়ে গেলো শনিবার বিকেলে প্রতিবাদ মিছিল ও পথসভা।কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জাল ওষুধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল ও পথসভা।ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায়। হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন প্রতিবাদ মিছিল ও পথ সভা আয়োজন করা হয়। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হসপিটাল মোড়ে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।তৃণমূলের কর্মী সমর্থকরা র্যালি করে বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ডে গিয়ে পথ সভা করে পথ সভা থেকে তোপ ডাকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে তা সাধারণ মানুষের লাগাবের বাইরে চলে যাচ্ছে।তারই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে, এই ভাঁওতাবাজি সরকার আর বাংলার মানুষ চায়না বক্তব্যের মধ্যে তুলে ধরেন তৃণমূলের নেতাকর্মীরা ।এদিন উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিষ্টু মূর্মূ,জেলা পরিষদের কর্মদক্ষ রেজিনা মুর্মূ,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ তৃণমূলের নেতাকর্মীরা।
ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায় হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস।

Leave a Reply