খগেন মুর্মু বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি মালদহ গাজোলের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—রামনবমী নিয়ে রাজ্য সরকার কে বিধলেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু ।আজ মালদার গাজোল ২ নং অঞ্চলের মশালদিঘি এলাকাবাসীদের উদ্যোগে গাজোল ২ নং অঞ্চলের প্রধান অর্মিলা রাজ বংশীর সহযোগিতায় রাম নবমীর পূজা অনুষ্ঠিত হয় ।মশালদিঘি এলাকায় এবং পূজা শেষে বিশাল রামনবমীর মিছিল অনুষ্ঠিত হয়। মশালদিঘী থেকে পাঁচপাড়া পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মশালদিঘি থেকে এই মিছিল শুরু হয়ে পাঁচপাড়া শহর পরিক্রমা করে আবার পুনরায় মশালদিঘী গিয়ে শেষ হয় ।এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা সংসদ খগেন মুর্মু গাজোল ২ নং অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী, গাজোল টু উপপ্রধান রিনা কীর্তনীয়া ,গাজোল এক নং উপপ্রধান প্রদ্যুৎ সরদার,সহ প্রচুর এলাকাবাসী। খগেন মুর্মু বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি মালদহ গাজোলের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয় অন্য সম্প্রদায়ের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন। এই মিছিল মিলন মেলায় পরিণত হচ্ছে। কিন্তু রাজ্য সরকার নানাভাবে রামনবমী নিয়ে বিরোধিতা করছেন তাল বাহানা করছেন ও যাতে রামনবমী উদযাপন না হয় তার চেষ্টা করছেন, নানা কলা কৌশল তৈরি করছেন এবং বাধা প্রদান করছেন। সেগুলো অপেক্ষা করে সব ধর্মের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন। তিনি আবেদন জানান রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন মানুষকে এই উদযাপন পালন করার জন্য নানাভাবে সহযোগিতা করবেন যাতে সর্ব ধর্মের মানুষ রামনবমী উৎসব পালন করতে পারেন সেই সহযোগিতা করবেন। সবাই যাতে সঠিক ভাবে এই উৎসব পালন করতে পারেন। এই মিছিলে অনেকে জীবন্ত রাম সীতা লক্ষণ সেজে ট্যাবলর মাধ্যমে পরিক্রমা করেন। এই জীবন্ত ট্যাবল দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দর্শকরা এই উৎসবের আনন্দ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *