নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল। গঙ্গারামপুর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মিছিলটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে শেষ হয় তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসের সামনে।
এই প্রতিবাদ মিছিলের মূল লক্ষ্য ছিল জীবনদায়ী ওষুধের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবীমায় জিএসটি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা জেলার ছাত্রসমাজের ক্ষোভ প্রকাশ।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা টিএমসিপি সভাপতি অমরনাথ ঘোষ। রাজ্য টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। গতকাল জেলার প্রতিটি কলেজে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় এদিন শহরজুড়ে ছাত্রদের পদচারণায় মুখর হয়ে ওঠে গঙ্গারামপুর। প্রতিবাদকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের এই হঠকারী নীতিগুলি সাধারণ মানুষের উপর বিরাট বোঝা চাপাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র সমাজ রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে।
এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply