দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বালুরঘাট ব্লকের ৬ নং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া গ্রাম সংসদের বাঘাকুরীতে শ্রী শ্রী শীতলা মাথার পূজা অনুষ্ঠিত হয়েছে। সময় দুপুর ০২:৩০ মিনিট থেকে বৈকাল ০৩:৩০ মিনিট পর্যন্ত। এই পূজাকে কেন্দ্র করে এই মন্ডপে মহিলা এবং পুরুষ ভক্তদের ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়। এখানে ভক্তদের ভিড় আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন। গ্রামবাসী সুবোধ মন্ডল পূজা উদ্যোক্তা এবং প্রদীপ দেবনাথ জানাই এই পুজো দীর্ঘ ৫০ বছর পুরনো। এই মায়ের মহিমা অত্যন্ত অতুলনীয় এবং গ্রামবাসীরা আরো জানাই এই মায়ের কাছে কোন মনোবাঞ্ছনা কামনা করলে মা তার মনবাঞ্ছনা পূরণ করেন।
বাঘাকুরীতে শ্রী শ্রী শীতলা মাতার পূজাতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়।

Leave a Reply