কাঁকসা, নিজস্ব সংবাদদাতা:- নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।শনিবার বিকাল ৫টা থেকে কাঁকসার হাট তলা থেকে শুরু হয় মিছিল।গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই এর নেতৃত্বে এদিন মিছিলে কাঁকসা ব্লকের বিভিন্ন সংগঠনের কয়েকশো কর্মী সমর্থকরা যোগ দেন।বিধায়ক ছাড়াও এদিন মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত,ব্লকের যুব সভাপতি কুলদীপ সরকার,তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা সহ অন্যান্য পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য সহ সভাপতি জয়জিৎ মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি রাজেশ কোনার,তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি,মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবযানী মিত্র সহ অন্যান্যরা।এদিন কাঁকসা হাট তলা থেকে মিছিল শুরু করে কাঁকসার বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিল পানাগড় বাজারের চৌমাথা মোড়ে শেষ হয়।সেখানে পথ সভা করে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান সকলে।
মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Leave a Reply