নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: পুরনো বিবাদের জেরে দুই পক্ষের বচসায় আহত ৪ জন। ঘটনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। শনিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার কালদিঘী বটতলা এলাকায়।প্রায় ১ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ।যার জেরে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে খবর,গত বৃহস্পতিবার রাত্রে এলাকার দুই পক্ষের মধ্যে বচসা বাদে।একে অপরের বিরুদ্ধে চড়াও হয় দুই পক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর সহ একটি টোটো ভাঙচুর করার অভিযোগ ওঠে।পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন ৪জন।বর্তমানে আহতরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সঠিক তদন্তের দাবিতে শনিবার দুপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার আদিবাসী মানুষজন।যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে SDPO দীপাঞ্জন ভট্টার্চায,IC শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী।পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন এলাকার তৃণমূল নেতা আনোয়ার হোসেন ,তিনি অভিযোগ করেন আদিবাসীদের ভুল বুঝিয়ে এই সমস্ত কাজকর্ম করানো হচ্ছে।
Leave a Reply