পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এ ভারতবর্ষে রামের ইচ্ছাতেই সবকিছু হবে, রামের ইচ্ছাতেই এক বছর বাদে সরকার উল্টে যাবে, আর রামের ইচ্ছাতেই কোর্টের এই রায় হয়েছে । রামনবমীর আগে ঠিক এভাবেই রামকে নিয়ে ময়দানে নেমে পড়লেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন তিনি ।
চাকরি হারাদের পাশে দাঁড়ানো শুভেন্দুর বক্তব্য থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দোষারোপ ফিরহাদ হাকিমের সমস্ত কিছু নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ ।
পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর জি কর কান্ড থেকে শুরু করে এসএসসি দুর্নীতি সমস্ত কিছু নিয়েই মাঠে নামবে বিজেপি । লক্ষ্য একটাই ২৬ এর ভোট ।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ।

Leave a Reply