সমস্যায় পড়ছেন নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ওষুধের বর্ধিত মূল্যে প্রত্যাহারের প্রতিবাদে পথে তৃণমূল ছাত্র পরিষদ।

কেশপুর, পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মানুষের দৈনন্দিন জীবন-যাপনে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হতে প্রয়োজন ঔষধ! যে সমস্ত ওষুধগুলি মানুষের জীবনদায়ী, সেই ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে বারে বারে। যার ফলে সমস্যায় পড়ছেন নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। শনিবার বিকেলে কেশপুর কলেজ থেকে শুরু করে, বাজার পরিক্রমা করে কলেজ গেটের সামনে শেষ হয় মিছিলটি। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে বলে জানান, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেক সৈয়দ মিলু। সেইসঙ্গে তিনি বলেন যেই এসএফআই এর কলেজ গেটের সামনে কোন উপস্থিতি নেই, তারা শুধু সোশ্যাল মিডিয়ায় আছে। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৫-৬ জন এসএফআই এর কর্মীরা অপমান করতে গিয়েছিল, তার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা এখন পথে নেমেছে। এদিনের মিছিলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে পা মেলালেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। মিছিল শেষে তিনি জানান, আমার ছাত্র-ছাত্রীরা যখন পথে নেমে প্রতিবাদ করছে, তখন আমারও মনে হলো ওদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করা তাই আমিও ওদের সঙ্গে মিছিলে হাটলাম। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার দিনের পর দিন যেভাবে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস পড়ছে রোগের চিকিৎসা করাতে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে জীবনদায়ী ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *