সুপ্রকাশ গিরি জানিয়েছেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, এমনকি জীবন দায়ী ঔষধেরও লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করেছেন।

পূর্ব মেদিনীপুর-কাঁথি, নিজস্ব সংবাদদাতা : জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামল রাজ্যের শাসকদল। শনিবার পূর্ব মেদিনীপুর কাঁথি ১ ব্লক তৃণমূলের উদ্যোগে হৈপুর গ্রাম পঞ্চায়েতের সাতমাইলে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এদিন হৈপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পুরো সাতমাইল বাজার ঘুরে স্থানীয় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারপরে সেখানে পথসভা করে তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, এমনকি জীবন দায়ী ঔষধেরও লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করেছেন। শুধু ধর্ম আর ধর্মের রাজনীতির মধ্য দিয়ে সমাজকে তলানিতে পাঠাচ্ছেন। মানুষকে পুরোপুরি মেরে দেওয়ার চক্রান্ত করছে মোদী, অমিত সাহরা। ২০১৪ সালে বলেছিল আচ্ছা দিনের কথা ,সবকা সাথ সবকা বিকাশ, এর কথা, এখন কোথায় আচ্ছা দিন? কোথায় নরেন্দ্র মোদি? অপরদিকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বাংলা আবাস যোজনার টাকা, একশো দিনের কাজের টাকা। বাংলার মানুষকে ফিরিয়ে দেবেন , আপনারা দেখেছেন মা মাটি মানুষের সরকার তাই করেছেন। ফলে ছাব্বিশের বিধানসভায় ফের দিদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে হবে। যারা গত নির্বাচনে ভুল করেছেন কোথাও কোথাও বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা দিদির উন্নয়নের শরিক হয়ে আগামী দিনে পথ চলুন। বাংলাকে বিক্রি করতে দেওয়া যাবে না। ফলে আসুন সবাই সঙ্ঘবদ্ধ হয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী বানাই। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের কাঁথি ১ ব্লক তৃণমূল সভাপতি সুনিত পট্টনায়ক, দলের ব্লক যুব সভাপতি তানিয়া জানা, কাঁথি ১ ব্লকের বিরোধী দলনেতা আমিন সোয়েল, কাঁথি শহর তৃণমূল সভাপতি হরিসাধন দাস অধিকারী, রামগোবিন্দ দাস, ধ্রুব গিরি প্রমুখ। এদিনের প্রতিবাদ মিছিলে শতাধিক তৃণমূলের কর্মী ও সমর্থকেরা পা মেলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *