সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের দশজন শিক্ষক ও শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা।

লালগোলা-মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা ৫ এপ্রিল:-  আজ শনিবার সকাল থেকেই উত্তপ্ত পরিবেশ শেখালিপুর হাই স্কুলে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের প্রতিবাদ, যা দুপুর ১টা নাগাদ লালগোলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের দশজন শিক্ষক ও শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা।

তাদের দাবি—“আমাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকারা শুধুই আমাদের পড়াননি, তাঁরা আমাদের জীবনের গাইড। তাঁরা এই স্কুলের অবিচ্ছেদ্য অংশ। হঠাৎ তাঁদের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।”
ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন শারাফি বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষিকারা শুধুই পড়াননি, তাঁরা দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করেছেন। হঠাৎ করে এতজন শিক্ষক চলে যাওয়ায় আমরা চরম সমস্যায় পড়েছি। সামনে পরীক্ষা, ক্লাস চালানো দুঃসাধ্য হয়ে উঠছে।”

এছাড়াও আজ শেখালিপুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা পাথর রেলি করে লালগোলা থানায় পৌঁছে বিক্ষোভ দেখায়। তাদের একটাই সুর—”যতক্ষণ না যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হচ্ছে, ততক্ষণ আমরা ক্লাসে ফিরব না।” সারা বাজার ও থানার সামনে ক্ষুদে পরোয়ারাদের এই প্রতিবাদ চমকে দেয় সকলকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মতে, ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ শিক্ষা ও শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্পর্কের প্রতিফলন।

এখন দেখার বিষয়, কত দ্রুত কর্তৃপক্ষ এই দাবির প্রতি সাড়া দেয় এবং শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ সম্পর্কে কী সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *