কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যালঘু সমাজ যখন রাস্তায় বসে রাস্তায় জ্যাম করে উপাসনা করে তখন সরকারের টনক নড়ে না আর যখন হিন্দুরা পুজো করে তখন সরকারের টনক নড়ে তাই সনাতনীরা জেগেছে আমরা পুজো করছি শোভাযাত্রা করব প্রশাসনের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাক। আর রাজ্যের শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থা তো দেখা গেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতার প্রেম লীলা এটাই শিক্ষা ব্যবস্থা। কাঁচরাপাড়ার আম্বেদকর বাজারের রাম পুজোয় এসে হুংকার দিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি।
কাঁচরাপাড়ার আম্বেদকর বাজারের রাম পুজোয় এসে হুংকার দিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি।

Leave a Reply