পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গড়বেতার শ্যাম ভবনে শনিবার সারাদিন ধরে আয়োজিত হলো কবিতা উৎসব। সারা ভারতের শতাধিক কবি কবিতা পাঠে যোগ দিয়েছিলেন। সম্মাননা পেয়েছেন অনেকেই। মনোজ্ঞ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল গ্রন্থ প্রকাশ।কবি সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়ের ‘ব্যতিক্রমী’ কাব্য কথা প্রকাশ করেন বাংলার বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র। তিনি নতুন ঘরানার এই কাব্য কথার ইতিবাচক দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন রাজ্যের সাহিত্যিক কাবেরী রায়চৌধুরী, জয়ন্ত দে প্রমুখ।সংস্থার সম্পাদক কবি ও প্রকাশক রাজীব ঘোষ কবিকুলকে সম্বর্ধনা জ্ঞাপন ও পুরস্কার প্রদান করেন। উৎসব সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য উপস্থিতিতে শিল্পপতি প্রদীপ লোধা, অনুপ প্রতিহার, গোপাল ঘোষ সহ অনেকেই। মনোজ্ঞ অনুষ্ঠানটি সকলেরই মন মাতিয়েছিল।
গড়বেতা সাহিত্য সংসদের সারাদিন ধরে আয়োজিত হলো কবিতা উৎসব।

Leave a Reply