পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত নরুচক এলাকার।জানা যায়,শনিবার সন্ধ্যায় তুতরাঙ্গা হাইস্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্র বাইকে করে বেলদার দিকে যাচ্ছিল। সেই সময় বেলদার দিক থেকে খাকুরদার দিকে একটি বোলেরো গাড়ি দিকে যাবার সময় নরুচক এলাকায় ওই বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়ে দুই ছাত্র। অপর দিক থেকে আসা একটি লরির চাকার তলায় পৃষ্ঠ হয়ে যায় দুই ছাত্র। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে। তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুই ছাত্রের নাম, মেঘনাথ জানা ও সন্দীপ মাইতি। এদের বাড়ি ঠাকুরচক এলাকায়।পথদূরঘটনায় যানজট সৃষ্টি হয় রাজ্য সড়কে। পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় রাজ্য সড়ক।
বেলদার নরুচকে পথ দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

Leave a Reply