নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমী উপলক্ষে শুরু হয় আর সেই শোভাযাত্রায় থাকে প্রচুর পুলিশ মোতায়েন। জেলা এবং রাজ্যের প্রচুর নেতৃত্ব সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গোটা কৃষ্ণনগর রাজশাহর জুড়েই এই শোভাযাত্রা। কিন্তু কৃষ্ণনগরের শোভাযাত্রায় দেখা গেল পুরোটাই উল্টো। হাইকোর্টের রায়কে অবমাননা করে অর্থাৎ বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের অস্ত্র মিছিল কৃষ্ণনগরে। কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই এই মিছিল বেরোয় এবং কৃষ্ণনগরের গোটা এলাকাতেই এই মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পরিক্রমা করবে বলে জানা যায়। কিন্তু বিকেলে এই মিছিল বের হতেই দেখা যায় মিশরের রয়েছে প্রচুর অস্ত্র রয়েছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনদের রাখা হয়েছে এই মিছিল। বলা যেতেই পারে হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখালেন এই বর্ণাঢ্যো শোভাযাত্রায় থাকা বেশ কিছু সাধারন মানুষ।
কৃষ্ণনগরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমীর।

Leave a Reply