জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলের বুক চিরে যাওয়া রাস্তা, সংস্কারের অভাবে বেহাল দশা। অসংখ্য খানাখন্দে ভরা দীর্ঘ চার কিলোমিটার জঙ্গলের বুক চিরে যাওয়ার রাস্তা। উঠে গেছে পিছের আস্তরণ। এভাবেই খানা খন্দ রাস্তা দিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত। ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এই ছবিটা জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নুনাইপার থেকে গয়ারকাটা যাওয়ার পথে।
এই বেহাল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্যদিনের যাতায়াত হাজার হাজার মানুষের। অভিযোগ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় লিখিত আকার ও জানিও হয়নি কোন সুরাহা।
সম্প্রতি বাজেটই একাধিক উন্নয়নের কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও সামনে আসতেছে একাধিক রাস্তার বেহাল ছবি। থমকে রয়েছে রাস্তার কাজ খোঁজ নেই প্রশাসনের। রাস্তার হাল ফিরবে কবে? সেই অপেক্ষায় রয়েছে পথচারী বাসিন্দারা।
Leave a Reply