প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক তাকিয়ে আছে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক তাকিয়ে ছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। আর সেখানে তাঁরা আশ্বাসই পেলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ”দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।” তবে ‘যোগ্য’দের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন, ভলান্টিয়ারিলি কাজ করুন, কেউ আটকাবে না। মনে রাখবেন, ২ মাস কষ্ট করলে ২০ বছর সুফল পাবেন।” অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনেই ‘যোগ্য’দের দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *