পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার ডি আই অফিসে ঢুকতে গেলে ডিআইকে বাধা চাকরি হারাদের। ডি আই কে অফিস থেকে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা চাকরি হারাদের। কোন ভাবেই ডিআইকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন চাকরিহারারা। উত্তেজনা মেদিনীপুর ডিআই অফিসে। এরপর কিছুক্ষন চাকরি হারাদের সাথে আলোচনার পর প্রাথমিক ভাবে শুধুমাত্র ডি আই এবং ডিআই অফিসের একজন কর্মীকে ঢুকতে দেওয়া হল অফিসের ভেতর। DI ঢুকে যাওয়ার পর ফের তালা দেওয়া হলো জেলা শিক্ষা ভবনে। দপ্তর থেকে কোন নির্দেশ পাইনি এখনো, জানালেন ডিআই স্বপন কুমার সামন্ত।
পশ্চিম মেদিনীপুর জেলার ডি আই অফিসে ঢুকতে গেলে ডিআইকে বাধা চাকরি হারাদের

Leave a Reply