মালদা,মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- তুলো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড। আগুনের তীব্র গ্ৰাসে পুড়ল লক্ষাধিক টাকা তুলো সহ তুলো তৈরির যন্ত্রপাতি দাবি তুলো তৈরি কারখানা মালিকের।ঘটনাকে কেন্দ্র করে বুধবার সাত সকালে চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের নূরপুর এলাকা জুড়ে। ঘটনা সম্পর্কে জানা গেছে প্রতিদিনের মতো আজও তুলো তৈরির কাজ চলছিল। সেই সময় হঠাৎ আগুন জ্বলে উঠে কারখানায়।আগুন মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছরিয়ে পড়ে।লক্ষাধিক টাকার তুলো, যন্ত্রপাতি পুড়ে ছাই হয় দাবি কারখানার মালিকের।স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টাই আগুন নিভানো হয়।
কী করে আগুন লাগলো তানিয়ে রয়েছে ধোঁয়াশা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।
Leave a Reply