দুই মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত চার যুবক, ঘটনাটি ঘটেছে কেনেল সাউথ রোডে খালের ধারে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বেপরোয়া দুই মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত চার যুবক। ঘটনাটি ঘটেছে কেনেল সাউথ রোডে খালের ধারে। রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শীদের দাবি শিয়ালদহর দিক থেকে চিংড়িঘাটার দিকে একটি কালো মোটরবাইকে তিনজন বাইক আরোহী যাদের মাথায় কোন হেলমেট ছিলনা তারা বেপরোয়া ভাবে চিংড়ি হাটার দিকে যাচ্ছিল অন্যদিকে চিংড়িঘাটা থেকে একটি ফুট ডেরিভারি এক আরোহী যার মাথায় হেলমেট ছিল তিনি শিয়ালদার দিকে যাচ্ছিলেন রাস্তায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এক বাইকের ৩ আরোহী অন্য বাইকের এক আরোহী মোটরবাইক থেকে ছিটকে পড়েন এই চারজনই কম বেশি গুরুতর আহত হন তাদেরকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ তারা বাইক দুটি থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন রাতে এইভাবে স্থানীয় অল্পবয়সী ছেলেরা বেপরোয়া ভাবে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে তার জেরে এই দুর্ঘটনা এই রাস্তায় কোন স্পিড ব্রেকার নেই পাশাপাশি কোন সিগনাল বা পুলিশ পোস্টিং না থাকার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দুর্ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী।

1004ZG_N24_RD_ACCI_R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *