নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: চাকরি হারা শিক্ষকদের উপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও পথসভা বিজেপির। বৃহস্পতিবার কালিতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথী এলাকায় এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে।
প্রসঙ্গত,সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি ফিরে পেতে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছে চাকরিহারা শিক্ষকরা। এরই মাঝে বুধবার শিক্ষকদের আন্দোলন চলাকালীন তাদের উপরে লাঠিচার্জ সহ মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই মতো বৃহস্পতিবার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ভারতীয় জনতা পার্টি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান।
Leave a Reply