দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার বিকেল তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ২৫ জন অপুষ্ট শিশু ও ২০ জন ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের অতিরিক্ত পুষ্টিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪ নং বিনসিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি পাহান গুড়িয়া। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ লাহা। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিত দাস। সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মচারীগণ।
মূলত, গ্রাম পঞ্চায়েতের একাধিক সংসদের গরিব ও দুস্থ পরিবারদের মধ্যে পুষ্টির মান বজায় রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করে পঞ্চায়েত। এতে করে শিশুরা যেমন অপুষ্টির অভিশাপ থেকে মুক্ত হবেন । পাশাপাশি ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েরা পুষ্টি যুক্ত খাবার পেয়ে পুষ্টির ঘাটতি মেটাবেন। এতে করে আগামীতে ভূমিষ্ঠ শিশুর ভবিষ্যৎ অনেকাংশে উজ্জ্বল হবে। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় করা হয় বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের এমন পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ সহ গরিব ও দুস্থ পরিবারের সদস্যগণ। আগামীতে এমন পদক্ষেপ নিয়মিত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিত দাস।
অপুষ্ট শিশু ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী’ মায়েদের অতিরিক্ত পুষ্টিযুক্ত খাবার বিতরণ ।

Leave a Reply