অবশেষে রবীন্দ্রভবণের ভাড়া নিয়ে কিছুটা স্বস্তির নিশ্বাস মিলল বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নাট্যদলগুলোর।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- স্থানীয় এবং জেলার নাট্যদলগুলোর নাটক মঞ্চস্থর ক্ষেত্রে কমানো হল বালুরঘাট রবীন্দ্রভবণ-এর ভাড়া। দশ হাজার (১০০০০) থেকে কমিয়ে একেবারে ছ’হাজার (৬০০০) টাকা ভাড়া ধার্য করা হল এই মঞ্চর। তবে বাইরের দলগুলির ক্ষেত্রে এই সুবিধা থাকছেনা বলেই জানানো হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকটা সুবিধা হল জেলার নাট্যদলগুলোর।
দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা সংলগ্ন এলাকায় রয়েছে রবীন্দ্র ভবনটি। সরকারি ওই অনুষ্ঠান ভবনের সঙ্গেই রয়েছে জেলা তথ্য সাংস্কৃতি দপ্তরের কার্যালয়টিও। বহু বছর পুরানো ওই রবীন্দ্রভবনকে নতুন রুপে সাজাতে ২০১৩ সালে সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য ও কেন্দ্র সরকারে যৌথ আর্থিক সহায়তায় কাজটি শুরু হয়েই বন্ধ হয়ে গিয়েছিল। পেছনে উঠে আসে রাজনৈতিক জটিলতা। অবশেষে রাজ্য সরকার এককভাবে কাজটি করার পরিকল্পনা নেয়। রাজ্য সরকারের তরফে
এই কাজে ৫ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্দ করে ২০১৮ সালে কাজ শুরু করে পূর্ত দফতর। এখন নতুন রুপে সেজেছে বিল্ডিং থেকে শুরু করে স্টেজ, লাইট, ইলেক্ট্রিক, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ইত্যাদি। লাগানো হয়েছে এসিও। ২০২৩ সালের শুরুতে এই ভবণ চালু হয়। কিন্ত নয়া সাজে সজ্জিত বালুরঘাট রবীন্দ্রভবন-এর ভাড়া নিয়ে আপত্তি উঠে স্থানীয় নাটকের দলগুলোর। একেক দিন দশ হাজার (১০০০০) টাকা ভাড়া গুনে ওই মঞ্চে নাটক মঞ্চস্থ করা সম্ভবপর হবেনা বলেই জানানো হয়। শহরের অনান্য মঞ্চগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে রবীন্দ্রভবন-এর ভাড়া চূরান্ত করার দাবি উঠে। পরবর্তীতে এনিয়ে জেলা প্রশাসনকে আবেদন জানানো হয় বেশকিছু নাট্য দলের পক্ষ থেকে। অবশেষে রবীন্দ্রভবণের ভাড়া নিয়ে কিছুটা স্বস্তির নিশ্বাস মিলল বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নাট্যদলগুলোর। কেনননা, সম্প্রতি জেলা প্রশাসনের তরফে স্থানীয় নাটককের দলের নাটক মঞ্চস্থর জন্য একেকদিন ৬ হাজার টাকা ভাড়া ধার্য করা হয়েছে। তবে বাইরের দলগুলোর ক্ষেত্রে এই সুবিধা মিলবে না বলেই জানানো হয়।
জেলা শাষক বিজিন কৃষনা জানান, জেলার নাট্য দলগুলোকে উৎসাহ দিতে ররীন্দ্রভবণ-এর একেকদিনের ভাড়া ৬ হাজার টাকা করা হয়েছে( নাটক-এর ক্ষেত্রে)। জেলার বাইরের দলগুলোর নাটক এই মঞ্চে মঞ্চস্থ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা থাকছে সোম থেকে শুক্রবার। তবে ছুটির দিন অর্থাৎ শনি ও রবিবার বাইরের দলগুলোর ক্ষেত্রে এই মঞ্চর ভাড়া একেকদিন ১২ হাজার টাকা ধার্য করা হয়েছে।
তবে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেলেও, ভাড়ার বিষয়টি আরকটু শিথিল করার আবেদন জেলার নাট্যদলগুলো।
বালুরঘাটের নাট্য পরিচালক , জিষনি নিওগী, অজয় শংকর ঘোষ, সন্তু রায় ও চন্দন রায় এর মত নাট্ট ব্যাক্তিত্বরা জানান, টিকিট বিক্রি করে মঞ্চ ভাড়ায় উঠে না। এজন্য ভাড়া কমানোর দাবি ছিল তাদের। তবে জেলা প্রশাসনের বর্তমান সিদ্ধান্তে সুবিধা হলেও, সমস্যা কিছুটা রয়েছে। কেননা, কোনো নাট্য উৎসব করতে গেলে, বাইরের দলগুলিকে আনতে হয়। সেক্ষেত্রে ভাড়া অধিক গুনতে হবে তাদের। এই বিষয়টিকে বিবেচনার জন্য তারা দারস্থ হবেন জেলা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *