নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান :দুর্গাপুর পুলিশের সাফল্য। নিউ টাউনশিপ থানার অন্তর্গত চুরি যাওযা ১৫টি মোবাইল ও তিন লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলো খোয়া যাওযা ব্যাক্তিদের। এসিপি সুবীর রায় বলেন সাইবার ক্রাইম বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, এবং প্রতারকদের ফাঁদে যেন না পরে তার জন্য অচেনা ব্যাক্তিকে নিজের যাবতীয় তথ্য না দেওয়া, মোবাইলে আধার লক কোরে রাখা, খুব কম পরিমান টাকা মোবাইলে রাখা এই সমস্ত বিষয়ে জনগনকে সচেতন করা হচ্ছে। আজ খোয়া যাওযা মোবাইল ও টাকা পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ।
খোয়া যাওযা মোবাইল ও টাকা পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ।

Leave a Reply