জেলাশাসকের নির্দেশে মালদহে নদীর বালি লুটের ঘটনায় প্রশাসনিক অভিযান।

নিজস্ব সংবাদদাতা, মালদা—খবরের জের নড়ে চড়ে বসলো প্রশাসন। আমাদের চ্যানেলে খবর দেখেই জেলাশাসকের নির্দেশে মালদহে নদীর বালি লুটের ঘটনায় তৎক্ষণাৎ প্রশাসনিক অভিযান। অবৈধ বালি চুরি চক্রের চাই তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী শিস মোহম্মদ ওরফে জুলুমের বাড়িতে হানা মহকুমা শাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসন। বাড়ি থেকে বেপাত্তা জুলুম শেখ ও তাঁর পঞ্চায়েত সদস্য স্ত্রী। এরপর আম বাগানের ভেতর শহর একাধিক বালি মজুত ভান্ডারেও হানা। মহানন্দা নদীর ঘাটে নেমে বালি খননের ছবি দেখে তাজ্জব মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং। প্রশাসনের সামনে তৃণমূল নেতার অবৈধ কারবার নিয়ে সরব স্থানীয়রা। বহু বছর ধরে কোটি কোটি টাকার কারবার চলছে মহাকুমা শাসককে জানালেন স্থানীয়রা। প্রশাসনের তদন্তে জুলুমের অন্তত চারটি বালি মজুত ভান্ডারের হদিশ।
দীর্ঘদিন ধরে বড়সড় অপরাধ, স্বীকার মহাকুমা শাসকের। বড় অংকের আর্থিক জরিমানা সহ আইন অনুযায়ী পদক্ষেপ বলে জানান মহকুমা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *