আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- টাওয়ারে উঠে পড়ল এক কিশোর। ঘটনায় হইচই ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁও এলাকায়। শুক্রবার দুপুরে রাজদীপ বর্মন নামে এক কিশোরকে টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার আশঙ্কা করে তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। ওই টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের। অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ টাওয়ার থেকে নামানো হয় ওই কিশোরকে বলে খবর মিলেছে।
টাওয়ারে উঠে পড়ল এক কিশোর, নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের।

Leave a Reply